Site icon janatar kalam

কবিগুরুর সাথে ত্রিপুরার মানিক্য বংশের সম্পর্ক ছিল মধুর- সুশান্ত চৌধুরী

কবিগুরুর সাথে ত্রিপুরার মানিক্য বংশের সম্পর্ক ছিল মধুর- সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ রাজধানী আগরতলার রবীন্দ্র কাননে “প্রভাতী কবিপ্রণাম” অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন যথাযথ মর্যাদায় কবিগুরুর মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ অন্যান্যরা। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাননে কচিকাঁচাদের সমবেত নৃত্য ও মনোজ্ঞ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকেই মুগ্ধ করে। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যে অথবা গোটা বিশ্বে যেখানে বাঙালি বিদ্যমান সেই সব জায়গায় করোনা মহামারীর পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161 তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে, কেননা তিনি গোটা বিশ্বে বাঙালির গান, বাঙালির কৃষ্টি সংস্কৃতি, এবং কবিতা ও বাঙালি জাতিকে একটি নতুন রূপ, সম্মান এনে দিয়েছিলেন। তাছাড়া সংবাদমাধ্যমের কর্মীদের ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ধারাকে দিক-দিগন্তে ছড়িয়ে দিয়ে বাঙালির কৃষ্টি সংস্কৃতি ও চিন্তা ধারাকে উন্নত স্তরে পৌঁছে দেওয়ার আহ্বান রাখেন। তাছাড়া এদিন তিনি আরও বলেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালির নয় গোটা বিশ্বের, এবং কবিগুরু রবীন্দ্রনাথের সাথে আমাদের ত্রিপুরার বীর বিক্রম মানিক্য বংশের সাথে সুদৃঢ় সম্পর্ক ছিল এবং রবীন্দ্রনাথের ত্রিপুরা সম্পর্কে জ্ঞান ছিল অফুরন্ত কেননা ত্রিপুরা জাতি ও উপজাতির অংশে মানুষের সঙ্গে কবিগুরু সম্পর্ক ছিল মধুর। পাশাপাশি তিনি আরো জানান রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের যে কমিটি কিংবা সাব-কমিটিগুলো রয়েছে সেগুলোতে উপজাতী অংশের অনেক শিল্পী, গুনমুগ্ধ কবি-সাহিত্যিকরা রয়েছেন তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে বলে জানান। তাই কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করতে রাজ্য সরকারের উদ্যোগে বিকেলে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান কে সর্বাঙ্গীনভাবে সাফল্যমন্ডিত করার উদ্দেশ্যে জাতি উপজাতি সকল অংশের মানুষদের উপস্থিতি কামনা করেন। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল,দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস,রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ॥

Exit mobile version