Site icon janatar kalam

বিভিন্ন দল ছেড়ে সাংসদ রেবতী কুমার ত্রিপুরার হাত ধরে যোগদান বিজেপিতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের বিরোধী শিবির গুলিতে ভাঙ্গন অব্যাহত, এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে শাসকদলের হাত শক্ত করার লক্ষ্যে দলে দলে যোগদান চলছে। তারই স্বরুপ শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংসদ রেবতী কুমার ত্রিপুরা হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে আড়াই শতাধিক কর্মী সমর্থক। উপস্থিত সাংসদ যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান তিনি। এদিন সাংসদ সংবাদ মাধ্যমকে জানান জম্পুইজলা যুব আইপিএফটি সংগঠনের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান লেভি চন্দ্র জমাতিয়ার নেতৃত্বে ৮ পরিবারের ২৫ ভোটার , সিপিআইএমের অমিত দেববর্মার নেতৃত্বে ৪০ পরিবারের ২০০ ভোটার এবং তিপ্রা মথার অনন্ত জমাতিয়ার নেতৃত্বে ৪ পরিবার বিজেপিতে যোগদান করে। যোগদকারীরা অধিকাংশই টাকারজলা এবং জাম্পুইজলার বলে। তাছাড়া তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরেই আড়াই শতাধিক ভোটার বিজেপিতে যোগদান করার চেষ্টা করছিল। কিন্তু সেসব এলাকায় দুর্বৃত্তদের হুমকির জন্য তারা যোগদান কর্মসূচি অনুষ্ঠিত করতে পারেনি। কিন্তু তারা আগামী বিধানসভা নির্বাচনের জন্য কাজ করতে চায়। তাই তারা শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এসে যোগদান করে বলে জানান সাংসদ। এদিন যোগদান সভায় এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য, পাতাল কন্যা সহ অন্যান্য নেতৃত্ব।

Exit mobile version