Site icon janatar kalam

উদ্বোধন করা বড় কথা নয়, মানুষকে পরিষেবা দেওয়াই বড় কথা- যীষ্ণু দেববর্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার মোহনপুর মহকুমার বামুটিয়ায় ৩৩ কেভি সাব ষ্টেশন কমপ্লেক্সে ৭ টি প্রকল্পের সূচনা করা হয়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিগত এক বছর কয়েক মাসের মধ্যে রাজ্যে বিদ্যুৎ – র ৩৬ টি সাব ষ্টেশন স্থাপন করা হয়েছে । এদিন আরও ৭ টির সূচনা হয়েছে। মোট ৪৩ সাব ষ্টেশন করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছিল। তা পূরণ করা গেছে। এদিন এন ই আর পি এস আই পি – র অধীন ৭ প্রকল্পের সূচনা হয়, এগুলি হল ৩৩ কেভি বামুটিয়া সাব ষ্টেশন , লেম্বুছড়া – বামুটিয়া ৩৩ কেভি লাইন , ৩৩ কেভি চম্পকনগর সাব ষ্টেশন , এডিসি হেড কোয়াটার থেকে চম্পকনগর পর্যন্ত ৩৩ কেভি লাইন , ৩৩ কেভি মহারানী সাব ষ্টেশন , উদয়পুর- মহারানী ৩৩ কেভি লাইন এবং ৩৩ কেভি ঋষ্যমুখ সাব ষ্টেশন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস সহ সভাধিপতি হরিদুলাল আচার্য , বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিলা দাস সহ অন্যান্যরা। তাছাড়া এদিন কোভিডের পরিস্থিতির মধ্যেও যারা এই কাজ করে গেছেন তাদের প্রশংসা করেন উপ মুখ্যমন্ত্রী। পাশাপাশি আরও বলেন উদ্বোধন করা বড় কথা নয়, মানুষকে পরিষেবা দেওয়াই বড় কথা। বিদ্যুৎ পরিষেবা দিতে গিয়ে প্রচুর অর্থের প্রয়োজন হয়।এই অবস্থায় বর্তমান সরকার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেনি। সংস্থার কাছ থেকে অর্থ নিয়ে এসে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান শ্রী দেববর্মা ।

Exit mobile version