Site icon janatar kalam

গ্রীন জোনের লক্ষে রাজ্যের ইন্ডাস্ট্রিগুলিতে পরিদর্শনে মুখ্যমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা দেন যে যে রাজ্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রয়েছে সেই ইন্ডাস্ট্রির মেশিনগুলি যেন আগামী ১৯তারিখ রাত ১২টার পর চালু করে দেওয়ার জন্য। তারপর যে যে স্টেট গুলিতে থাকা ইন্ডাস্ট্রিতে দেখা যাবে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ হচ্ছে সেই স্টেট গুলু গ্রীন জোনের আওতায় আসবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন যে ত্রিপুরা গ্রীন জোনে আসার জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছে যার পরিপেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী আরকে নগরস্থিত সিদ্ধেশ্বরী রাইস মিল ও মাধব বাড়ি ইট ভাট্টা পরিদর্শনে যান এবং খতিয়ে দেখেন সামাজিক দূরত্ব করে কাজ চলছে কিনা।পাশাপাশি বহিঃরাজ্যের থেকে আশা মজদুররা সব রকমের সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন কি না তা নিয়ে তাদের সাথে কথা বললে এরা সব সুযোগ সুবিধা পেয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Exit mobile version