জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :-
বেশ কিছুদিন আগেই বটতলা মহাশ্মশান পাশ্ববর্তী এলাকার উন্নয়নের জন্য স্মার্ট সিটি প্রকল্পের অধীনে নানা উন্নয়নমূলক কর্মসূচিতে হাত দিয়েছে পুর নিগম। এইবার জয়নগর কেন্দ্রীয় কবরস্থানটি নিয়ে ও চিন্তা ভাবনা করছে নিগম। আর একারণেই বুধবার পুর নিগম কমিশনার শৈলেশ যাদব সহ এলাকা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। আপাতত এই কবরস্থানের চারিদিকে সীমানা নির্ধারণ করে তৈরী করা হবে পাকা দেওয়াল এবং এই কবরস্থানের প্রবেশ রাস্তাটিকেও মেরামত করা হবে। ঠিক এমনটাই জানিয়েছেন পুর মেয়র। আর এই সম্পূর্ণ কাজটাই স্মার্ট সিটি প্রকল্পের আওতায় গন্য করা হবে।