লক ডাউনের ফলে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিপাকে যখন রাজ্যের জনগণ ঠিক তখনই ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো রাজ্যসরকার। গতকাল রাজধানীর টিএমসি ও আইএলএস হাসপাতালে ওপিডি পরিষেবা ফ্রি দেওয়ার ঘোষনা দেন রাজ্যসরকার। এই ঘোষনার পরে আজ শিক্ষামন্ত্রী আইএলএস ও টিএমসি তে পরিদর্শনে যান এবং মানুষ এই সুবিধা কি পরিমানে তা নিতে পারছেন তা দেখার জন্যে। এদিন তিনি জানান যে জাগায় লক ডাউনের ফলে মানুষের হাসপাতালগুলিতে চিকিৎসার জন্যে আসা মানুষের সংখ্যা কমে গিয়েছিলো সে জাগায় এই পরিষেবা চালুর পর মানুষের সংখ্যা কিছুটা বেড়েছে বলে জানান শ্রী নাথ।