Site icon janatar kalam

বছরের শুভ দিনগুলির মধ্যে অন্যতম দিন হলো অক্ষয় তৃতীয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অক্ষয় তৃতীয়ার দিনটি লক্ষ লক্ষ ভারতীয়দের কাছে অত্যন্ত গুরত্বপূর্ন্য।হিন্দু কেলেন্ডারের ৪টি সবচেয়ে গুরুত্বপূর্ন্য দিনের মধ্যে ১টি। বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়াতে নতুন উদ্যোগ নেওয়ার জন্য চমৎকার দিন বলে মনে করা হয়। বছরের শুভ দিনগুলির মধ্যে অন্যতম দিন হলো অক্ষয় তৃতীয়ার দিন।এই দিবসে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যাতে ঈশ্বরের আশীর্বাদ ভক্তদের উপর সর্বদা বর্ষিত হয়। আজ মঙ্গলবার অক্ষয় তৃতীয়া বিশ্বাস করা যায় এই দিনটি হলো ধন ও সমৃদ্ধির দেবী লক্ষীর আশীর্বাদ পাওয়ার জন্য উৎকৃষ্ট।তাই অক্ষয় তৃতীয়ার দিনে প্রথা মেনে নানা আচার উপাচারে দেবী লক্ষীর পূজা করা হয়। অক্ষয় তৃতীয়ায় সাধারণত গৃহ প্রবেশ ও উপনয়ন ছাড়া যেকোন শুভ কাজ করা যায়। অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় হয়না, এই শুভ তিথিতে কোন শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্ত কাল অক্ষয় হয়ে থাকে।

Exit mobile version