জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানীতে সোমবার থেকে চালু হয়েছে মিটার অটো পরিষেবা। এদিন থেকে আগরতলা শহরে মিটার অটো পরিষেবা নিয়ে কেউ সন্তুষ্ট, আবার কেউ অসন্তোষ ব্যক্ত করেন। এদিন থেকে মিটার রিডিং দেখে অটোচালককে যাত্রী ভাড়া পরিশোধ করতে হবে। এর জন্য সরকার নির্দেশিকা জারি করে দিয়েছে। অটো মিটার লাগানো ছাড়া এদিন থেকে রাস্তায় কোন চালক অটো চালাতে পারবে না।যারা সরকারি নির্দেশিকা অমান্য করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনত কঠোর পদক্ষেপ। আর মিটার অটোতে যাত্রীভাড়া কিভাবে গুনতে হবে তার জন্য নির্দেশিকা রয়েছে। কেউ একা গেলে প্রথম দুই কিলোমিটার রাস্তা গেলে যাত্রীদের ২০ টাকা গুনে দিতে হবে। তারপর প্রতি ১০০ মিটারের জন্য ১ টাকা করে ভাড়া দিতে হবে। তবে অটোতে করে যদি দুজন যাত্রী যান প্রথম দিনের মধ্যে কুড়ি টাকা দুভাগ করে দিতে হবে। আর যদি অটোতে তিন যাত্রী যায় তাহলে সাত টাকা করে তিন ভাগ করে দিতে হবে। এবং প্রথম দুই কিলোমিটারের পর যাত্রীরা যতদূর যাবে প্রতি ১০০ মিটারের জন্য ১ টাকা করে ভাড়া দিতে হবে। যদি তিনজন করতে যায় তাহলে সেই এক টাকা তিনভাগ হবে। যাত্রীরা মিটার অটোতে যাতায়াত করলে অনেকটাই সুবিধা হবে বলে ধারণা সংশ্লিষ্ট দপ্তরের।