জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে সংগঠনের নেতৃত্বরা জানান চাকরীতে পূণর্বহালের দাবিতে আগামী ৪ ঠা মে আবারও কর্মসূচি গ্রহণ করেছে চাকুরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকগণ, আগামী ৪ ঠা মে দু’ঘন্টার গন অবস্থানে বসছে রাজ্যের ১০,৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকেরা । আগরতলার রবীন্দ্রভবনের সামনে সকাল ১১ টা থেকে শুরু হবে এই কর্মসূচি । সেখান থেকে একটি পাঁচ সদস্যক প্রতিনিধি দল তাদের চাকরীতে পূনর্বহালের আর্জি নিয়ে শিক্ষাভবনে মাণনীয়া শিক্ষা অধিকর্তার সাথে মিলিত হবেন । বর্তমানে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে এই , তাদের সুপ্রীমকোর্টের মামলার যে রায়ে ২০১৭ স্থায়ী চাকরী থেকে চাকুরীচ্যুত করা হয়েছিল অর্থাৎ SLP ( C ) 18993 19049/2014 , তাদের অধিকাংশ শিক্ষক এই কেসের সাথেই যুক্ত নন । বর্তমানে সুপ্রীমকোর্টে আর , টি , আই ( RTI ) মূলে সে তথ্যটি বেরিয়ে আসছে । কিন্তু ২০১৭ সালে তৎকালীন শিক্ষা অধিকর্তা উত্তম কুমার চাকমা তাদের এই অ্যাড হক অ্যাপয়েন্টমেন্ট এবং চাকুরীচ্যুতির দু’টো পৃথক কাগজ দেননি । একটি কাগজেই চাকরী থেকে বহিস্কার এবং ছ’মাসের এড হক অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দেন । অর্থাৎ এই অ্যাড হক অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করার পাশাপাশি নিয়মিত চাকরীচ্যুতির কাগজ সুচতুর কৌশলে গ্রহণ করতে বাধ্য করেন । আর তৎকালীন ক্ষমতাসীন দলের লেজুড়বৃত্তি করা শিক্ষক সংগঠন টি , জি , টি , এ , বিষয়টি নিয়ে মৌনব্রত অবলম্বন করে । পরবর্তীতে এই এড হক অ্যাপয়েন্টম্যান্টের মেয়াদ সুপ্রীম কোর্টের তরফে আরেক দফা বৃদ্ধি করা হয় । শেষে গত ৩১ শে মার্চ ২০২০ সালে পর এই শিক্ষকরা কর্মহীন হয়ে এক দূর্বিষহ জীবনযাপন করছেন । অন্যদিকে রাজ্যের শিক্ষাঙ্গনে এক বিরাট শূণ্যতার সৃষ্টি হয়েছে । ডেপুটেশনে চাকুরীচ্যুতির এই বিষয়টি সংশোধন করে তাদের চাকুরীতে পূনর্বহাল করার জন্য আর্জি জানানো হবে । দপ্তর এবং বর্তমান সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাদের আগের চাকরীতে পুনর্বহাল করবে বলে এই চাকুরীচ্যুত শিক্ষকেরা আশা প্রকাশ করেন ।