Site icon janatar kalam

15 তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনে মিলিত হল ডিওয়াইএফআই

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার রাজধানীর মেলারমাঠ স্থিত ছাত্র-যুব ভবনে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন এর ডাকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়াইফাই রাজ্য সম্পাদক নবারুন দেবসহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের সম্মিলনে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সংবাদমাধ্যমকে জানান আগামী 4 ও 5 ই মে রাজধানী আগরতলা টাউন হলে তাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর টাউন হল চত্বরকে প্রয়াত বাবুল ভদ্র এবং অনুপ দাস নগর নামে নামাঙ্কিত করা হয়েছে বলে জানান , তাছাড়া এদিনের সম্মেলনে ২৩টি বিভাগের মোট 405 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করবেন বিরোধী দলনেতা মানিক সরকার, তাছাড়া অবস্থিত থাকবেন সর্বভারতীয় সভাপতি এ এ রহিম, সাধারণ সম্পাদক অভয় মুখার্জি ও সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি এদিন তিনি আরো জানান আসন্ন এই 15 তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে ডিওয়াইএফআই নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে এর মধ্যে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে রক্তদান শিবির কে তাছাড়া 15 তম রাজ্য সম্মেলন সূচনাপর্বে 14 তম রাজ্য সম্মেলনের প্রাক্তন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দের সংবর্ধিত করা হবে বলেও জানান।

Exit mobile version