Site icon janatar kalam

পুঁথিগত শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না থেকে ছাত্রছাত্রীদের মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পুঁথিগত শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না থেকে ছাত্রছাত্রীদের মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে । এই শিক্ষাই তাদের আত্মবিশ্বাসী করে তুলবে ও ব্যক্তিত্বসম্পন্ন করে তুলবে । পারিপার্শ্বিক ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হতে সাহায্য করবে । আজ কাঞ্চনপুর টাউনহলে কলেজস্তরের ছাত্রছাত্রীদের সাথে এক মত বিনিময় সভায় একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । তিন বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পরীক্ষা পে চর্চা নামক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেছেন । দীর্ঘ সময় তিনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছেন । প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটিকে সকল ছাত্রছাত্রীদের দেখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী বলেন , ছাত্রছাত্রীদের ভয়মুক্ত হতে হবে , দিনের নির্দিষ্ট রুটিন মেনে কাজ করতে হবে । নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে । মুখ্যমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ নতুন দিশায় এগিয়ে যাচ্ছে । দেশকে নতুন ভাবে সাজিয়ে তুলছেন প্রধানমন্ত্রী । এক সময় শুধু নতুনত্বের কথা বলা হত । কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা করে দেখিয়েছেন । তিনি নতুন মানসিকতায় নতুন সৃষ্টিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গীতে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন । মুখ্যমন্ত্রী বলেন , ত্রিপুরাও আজ নতুন দিশায় এগিয়ে যাচ্ছে । আগামী ২৫ বছরে ত্রিপুরার উন্নয়নের রূপরেখা তৈরী করা হয়েছে । আগামী ২৫ বছরে ত্রিপুরার কোন কোন ক্ষেত্রে কি কি উন্নয়ন হবে , মানুষের জীবনমান তখন কীধরণের হবে , জিডিপি কত হবে তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এই রূপরেখার মধ্যে । মুখ্যমন্ত্রী বলেন , ছাত্রছাত্রীদের এগুলি জানতে হবে । এর সাথে সামঞ্জস্য রেখে তাদের কোর্স নির্বাচন করতে হবে । তবেই লেখাপড়ার শেষে কাজের সুযোগ হবে । মুখ্যমন্ত্রী বলেন , ত্রিপুরার কোন ছেলেমেয়ের মুখে বেকার শব্দটি যেন উচ্চারিত না হয় সেই লক্ষে সরকার কাজ করছে । বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয়েছে রাজ্যে । ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যেই এই প্রকল্পটি চালু করা হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘবছর পর দেশে নতুন শিক্ষানীতি নিয়ে এসেছেন । অনেক পরিবর্তন আনা হয়েছে শিক্ষা ব্যবস্থায় , করা হয়েছে আধুনিকীকরণ । এই নতুন শিক্ষানীতিতে মাতৃভাষায় পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে ভোকেশনাল কোর্স । বিদ্যালয়ে লেখাপড়ার সাথে সাথে এই ভোকেশনাল কোর্স পড়ানো হবে । ছাত্রছাত্রীরা লেখাপড়া শেষ করে রোজগারের সাথে যুক্ত হতে পারবে । রোজগারের মানসিকতা ব্যক্তিকে স্বনির্ভর করে তুলবে । স্বনির্ভরতার উপর ভিত্তি করেই আত্মনির্ভর দেশ গড়ে উঠবে । ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কাঞ্চনপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ অংশ নিয়েছেন । অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি , এসপি ড . কিরণ কুমার কে , উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা , কাঞ্চনপুর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড . আর দার্লং প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version