জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ আগরতলা পুর নিগমের ২১ এবং ২২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এলাকার কাউন্সিলর সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা সভায় মিলিত হয়ে, এলাকার মানুষের বিভিন্ন বিষয়ে অবগত হলেন৷ এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে তাদের অবগত করেন। এদিনের কর্মসূচীতে দলীয় কর্মীসমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।