জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিরোধী নেতা মানিক সরকার রক্তদান শিবির কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 15তম রাজ্য সম্মেলন আগামী 4-5 মে আগরতলায় অনুষ্ঠিত হবে। সংগঠনের বিভিন্ন আঞ্চলিক কমিটি এই সম্মেলনের বার্তা ছড়িয়ে দিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। রবিবার, ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়ার সদর দফতরের অধীনে জয়নগর-মেলারমাঠ এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী নেতা মানিক সরকার, প্রাক্তন যুবনেতা পবিত্র কর, রাজ্য সম্পাদক নবারুণ দেব প্রমুখ। ক্যাম্পে যুবকরা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে রক্তদান করেন। শিবির প্রসঙ্গে মানিক সরকার বলেন, যারা রক্ত দেন বা যারা অসুস্থ হলে রক্ত নেন তারা জিজ্ঞেস করেন না কার রক্ত দেওয়া হচ্ছে। এই আধ্যাত্মিক সম্পর্ক মানুষকে মানুষের সাথে দেশের উন্নয়ন করতে সাহায্য করে, কিন্তু কিছু মানুষ এটি ধ্বংস করার চেষ্টা করে। ত্রিপুরায়ও এমন প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেন মানিক সরকার। তিনি বলেন, রক্তদান শিবিরের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রতি সপ্তাহে না করতে পারলেও মাসে অন্তত একবার করতে হবে। ‘ধর্মনিরপেক্ষতা ও কর্মসংস্থানের অধিকার রক্ষায় সংগঠন সম্প্রসারণ, সেরা ইউনিট গড়ি’ স্লোগানে এবারের সম্মেলন।