Site icon janatar kalam

পুজোর আগেই এই স্টলের উদ্বোধন হবে : পিনাকি দাস

জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধিঃ- কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘিলাতলী চৌমুনী বাজারে আজ অর্থাৎ শুক্রবার বিকেলে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যবসায়ীদের স্বার্থে মার্কেট স্টলের শিলান্যাস করলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সৌমেন গোপ, ভাইস চেয়ারপার্সন রাজীব পাল, কল্যাণপুর কৃষি দপ্তরের আধিকারিক প্রশান্ত দেববর্মা, আতমা কমিটির চেয়ারপারসন জীবন দেবনাথ, সমাজকর্মী নিতাই বল সহ অন্যান্য আধিকারিকরা। কৃষি আধিকারিক প্রশান্ত দেববর্মা জানান ৭২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে বাজার মার্কেট স্টল। কৃষি দপ্তর থেকেই এই টাকা ব্যয় করা হবে। স্টলে থাকবে সবজি ব্যবসায়ী মাছ ব্যবসায়ী এবং মাংস ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই এই বাজারের ব্যবসায়ীরা কষ্ট করে আসছিলেন। অবশেষে দাবি মিটতে চলল। আগামী ছয় মাসের ভিতরেই এই কাজ সম্পন্ন হবে। মাথা তুলে দাঁড়াবে পাকা স্টল। এমন খবরে বেজায় খুশি এলাকার প্রত্যেকটি ব্যবসায়ী। অনুষ্ঠানে বেশ লোক জমায়েত হয়। শেষে বিধায়ক পিনাকি দাস চৌধুরী ভাষণ রাখতে গিয়ে বলেন বর্তমান রাজ্য সরকার সবার কল্যাণেই কাজ করছে। ব্যবসায়ীরা যাতে সঠিকভাবে তাদের ব্যবসা করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরেই একটা চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল যে ব্যবসায়ীরা যাতে স্থায়ীভাবে তাদের ব্যবসা করতে পারেন। কোন অসুবিধা যাতে না হয় ব্যবসায়ীদের। আমি যতটুকু জানি গিলাতলী বাজার একটা পুরনো বাজার ।এই বাজারে একটা ঐতিহ্য রয়েছে। বিগত দিনে যারা রাজ্য সরকারের চালিয়েছিল তাদের অকর্মণ্যতার কারণে এই বাজার গুলি নষ্ট হয়েছে। তাদের কথা বলতে বলতে সময় শেষ হয়ে যাবে। যাইহোক এলাকার উন্নয়নের স্বার্থে তথা কল্যাণপুর সহ গোটা বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন চলছে তারই একটা কর্মযজ্ঞ হবে এই কল্যাণপুরের ঘিলাতলী এলাকায়। রাজ্য সরকার এবং কৃষি দপ্তরের যৌথ সহায়তায় গড়ে উঠবে পাকা স্টল। তিনি বলেন আমি কথা দিয়ে যাচ্ছি আগামী দূর্গা পুজোর আগেই এই স্টলের উদ্বোধন হবে। আরো বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করে।

Exit mobile version