জনতার কলম প্রতিনিধিঃ- রাজ্য সফরে এসেছেন উত্তরপূর্বাঞ্চলের বিজেপির সাংগঠনিক মহামন্ত্রী অজয় জাম্বুয়াল। জানা গিয়েছে সাংগঠনিক স্থিতি ক্ষতিয়ে দেখতে এবং প্রার্থীপদ চূড়ান্ত করার উদ্দেশ্যে রাজ্যে এসেছেন তিনি। কিন্তু সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে রাজ্যে হচ্ছে না উপনির্বাচন, কেননা ইতিমধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন বাতিল করা হয়েছে, যদি উপনির্বাচন করা হয় তাহলে ভিলেজ কাউন্সিল নির্বাচন করানো নিয়ে জোরালো দাবি উঠতে পারে বিরোধীমহল থেকে। তাছাড়া সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে সময়ের আগেই আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচন। রাজ্যের যেহেতু অনুষ্ঠিত হচ্ছে না উপনির্বাচন সেহেতু সময়ের আগে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক শক্তি কিভাবে বাড়ানো যায় এবং প্রার্থীপদ চূড়ান্ত করতেই অজয় জাম্বুয়ালের এই রাজ্য সফর বলে জানা গেছে।