জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার আগরতলার ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে পালন করা হয় মহাত্মা জ্যোতিবা ফুলের ১৯৫তম জন্মজয়ন্তী। এই দিন মহাত্মা জ্যোতিবা ফুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তপশিলি জাতী মোর্চার রাজ্য সভাপতি টোটন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। ১৮২৭ সালের ১১ এপ্রিল মহারাষ্ট্রের সাতারা জেলা কাটাগাওয়ে জন্মগ্রহণ করেছিলেন। সমাজ সংস্কারক হিসেবে এবং দলিল ও মহিলাদের সমান অধিকারের দাবিতে সরব হওয়ার জন্য তিনি স্বর্ণ হয়ে রয়েছেন। তিনি বার বার মহিলাদের শিক্ষা ও সমাজে সকলের সমান অধিকারের দাবিতে আন্দোলন করে গিয়েছেন। নারী স্বাধীনতার হয়ে জুড়ালো সাওয়াল করেছেন বলে জানান তপশিলি জাতি মোচার রাজ্য সভাপতি টোটন দাস