জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিবছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়। ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে। তারই অঙ্গ হিসেবে আগরতলার ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এবারের হেপাটাইটিস ফাউন্ডেশন এর প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের গ্রহ আমাদের স্বাস্থ্য, এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশনের সভাপতি এল এন ভৌমিক, প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা জেকে দেববর্মা, এজিএমসি কলেজের প্রফেসর চিন্ময় বিশ্বাষ,ডক্টর শ্যামল শীল, সহ অন্যানরা। এই দিনের অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমকে বলতে গিয়ে বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক বলেন বিগত ২০ বছর ধরে হেপাটাইটিস ফাউন্ডেশন বিশ্ব স্বাস্থ্য দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এই বার হেপাটাইটিস ফাউন্ডেশনের নার্সিং কলেজের ছাত্র ছাত্রীদেরকে স্বাস্থ্য বিষয়ক আলোচনা করা হবে।