জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলছে যার ফলে দেশের মানুষের অবস্থা নাজেহাল। বিগত কিছুদিনের মধ্যেই পেট্রোল-ডিজেলের মূল্য নাগালের বাইরে চলে গিয়েছে, এরই মধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে সিএনজি গ্যাসের দামও। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে মেহেঙ্গাই মুক্ত ভারত কে সামনে রেখে বর্তমানে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সি এন জি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় , এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জারিতা লাইটফ্লাং , রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা এবং এনএসইউআই সভাপতি সম্রাট রায়সহ অন্যান্যরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে বলেন কেন্দ্র সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সারাদেশে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে তাই আমাদের রাজ্য ত্রিপুরাতে ও তারই পরিপেক্ষিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিলের মধ্য দিয়েই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির হাল হকিকত ডিজি সাহেবের নিকট তুলে ধরা হবে বলে জানান তিনি। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।