জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার রাজ্যের উত্তর ত্রিপুরা জেলায় জনগণ এবং কৃষকদের স্বার্থে তৈরী হওয়া ইন্ডাস্ট্রিয়াল শেড এবং এগ্রোটেক রাইস মিলের শুভ সূচনা অনুষ্ঠানে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময় করেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ইউনিটেক গতানুগতিক শিক্ষা দানের পাশাপাশি ছাত্র ছাত্রীদের স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত সমস্ত সুযোগ ও অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিয়মিত বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবেl সংশোধিত জাতীয় শিক্ষা নীতির ইতিবাচকতা ও ত্রিপুরার আগামী ২৫ বছরের রূপরেখা অনুসারে সম্ভাবনাময় দিকগুলিকে কাজে লাগিয়ে, ভবিষ্যৎ প্রজন্মকে উপার্জন উপযোগী নিশ্চি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণীl পারিপার্শিক প্রবাহমান ঘটনাবলী সম্পর্কে সজাগ দৃষ্টি, একাগ্রতা ও দৃঢ়তা সংকল্প, লক্ষ্য প্রাপ্তির পথে গতি সঞ্চারিত করেl