Site icon janatar kalam

ছাত্রাবাসগুলোকে নতুন করে সংস্কার করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার :ভগবান দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার আগরতলার গোর্খাবস্তি তফশিলি জাতি কল্যাণ দপ্তর এর কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়, উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী ভগবান দাসসহ অন্যান্য আধিকারিকরা। তপশিলি জাতি কল্যাণ দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক সম্পর্কে বলতে গিয়ে দপ্তরের মন্ত্রী ভগবান দাস সংবাদমাধ্যমকে জানান রাজ্যের ৫২টি তপশিলি জাতি কল্যাণ দপ্তর এর ছাত্রাবাস নতুন করে তৈরি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, তার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যাতে ছাত্রাবাসে থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারে সে বিষয়ে গুরুত্ব দিয়ে ছাত্রাবাসগুলো নতুন করে সংস্কার করার পরিকল্পনা নেওয়া হবে বলে জানান। তাছাড়া এদিন তিনি আরো বলেন আগামী ১৪ এপ্রিল সংবিধান প্রণেতার জন্মদিন সেদিনটিকে কিভাবে উদযাপন করা হবে সে বিষয়ে আলোচনা করা হয় বলে জানান তিনি।

Exit mobile version