Site icon janatar kalam

রাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিটার অটো

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মঙ্গলবার ৫ এপ্রিল দুপুরে রাজ্যের পরিবহনমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় আস্তাবল ময়দানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা পুর নিগম এলাকায় মিটার অটো রিস্কা সার্ভিস, ই-চালান সার্ভিস, এবং আই আরএডি অ্যাপ্লিকেশন সার্ভিসের শুভ উদ্বোধন করলেন। আস্তাবল ময়দানে পরিবহন দপ্তরের এই অনুষ্ঠানে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ছিলেন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ভিএস যাদব এবং পরিবহন দপ্তরের মুখ্য সচিব এল এইচ ডারলং। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী দিন থেকে রাজ্যে চলা শুরু হবে মিটার অটো। এর ফলে রাজ্যের মানুষের অনেক সুবিধা হবে। কেননা আগে পয়েন্ট টু পয়েন্ট অটো চলত এখন অটো স্বাধীন হয়ে গেছে, সুতরাং এএমসি এরিয়াতে নির্দিষ্ট কোনো অটোর অটো পয়েন্ট থাকবে না। যাত্রী যেখানে যাইতে চাইবে সেখানে অটোর মিটার রিডিং এর মাধ্যমে সেখানে পৌঁছাতে পারবে, যাত্রী যেখান থেকেই উঠুক সে তার গন্তব্য স্থলে অনায়াসে পৌছাতে পারবে তবেই মিটার অটোর যুক্তিকতা সার্থক পাবে এবং এর ফলে বিভিন্ন অটোর মালিকানায় যারা রয়েছে তারাও এর সুবিধা পাবে কেউ বাদ যাবে না, সেদিকে লক্ষ রেখেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। তাছাড়া এদিন মন্ত্রী আরো বলেন এখন থেকে আগরতলা পুর নিগম এলাকায় যাতায়াতকারি প্রতিটি অটোতে মিটার রিডিং এর মাধ্যমে যাত্রীভাড়া সংগ্রহ করা হবে। পাশাপাশি এখন থেকে যে কেউ ট্রাফিক আইন অমান্যের জরিমানার টাকা ইচ্ছে করলেই ই-চালানের মাধ্যমে অনলাইনেই দিতে পারবেন এবং পাশাপাশি মঙ্গলবার আই আর এ ডি নামক অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেছেন মাননীয় পরিবহনমন্ত্রী ।এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে গোটা রাজ্যের দুর্ঘটনার তথ্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করা থাকবে। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তার আলোচনায় পরিবহন পরিষেবায় রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

Exit mobile version