জনতার কলম কল্যাণপুর প্রতিনিধি:- কল্যাণপুর বিদ্যুৎ সাব ডিভিশনে হুক লাইনের কারণে পরিষেবা প্রায়ই বিঘ্নিত হচ্ছে। কল্যাণপুর জুড়ে হুক লাইনের ছড়াছড়ি বলা চলে। এই অবৈধ হুক লাইনের কারণে বৈধ ভোক্তারা ও সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ হুক লাইন থেকে শর্ট সার্কিট হয়ে হটাৎ করে লাইনে ফল্ট দেখা দিচ্ছে। ফলে পুরো ফিডার অন্ধকার হয়ে যাচ্ছে। নিগমের সিনিয়র ম্যানেজার নীহার দাস চেষ্টার ত্রুটি রাখছেন না। কিন্তু এতো বড় এলাকা এতো কম স্টাফ দিয়ে সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। কল্যাণপুর বিদ্যৎ নিগমে স্টাফ যেমন কম তেমনি গাড়িও সবেধন নীলমনি মাত্র একটি। এই একটি গাড়ি লাইন সারাই করবে নাকি হুক লাইন ছিন্ন করবে। সিনিয়র ম্যানেজার বাদে ম্যানেজার আছেন মাত্র দুই জন। এর মধ্যে একজন সবে মাত্র এসেছেন। তাকে ট্রেনিই বলা যায়। কল্যাণপুরের উত্তর ঘিলাতলী, আধুনিয়া, প্রেমসিং ওরাং, একরাই বাজার, মুড়া বাড়ি, রজনী সর্দার পাড়া সহ বিভিন্ন এলাকায় হুক লাইনের রমরমা। হুক লাইন দিয়ে যেমন বাড়িঘরে বিদ্যৎ সংযোগ দেওয়া হয় তেমনি রাস্তাতেও আলো জ্বালানো হয়। কল্যাণপুর বিদ্যৎ নিগমের ম্যানেজার বিশ্বজিৎ কর জানালেন মূলত জনজাতি এলাকাতেই হুক লাইনের প্রবণতা বেশি। হুক লাইন ছিন্ন করা হয় না কেন সেই প্রশ্নের জবাবে তিনি বলেন হুক লাইন সময় সময় ছিন্ন করা হয়। কিন্তু কম স্টাফ থাকায় ও একটি মাত্র গাড়ি থাকায় নিগম কে অসুবিধায় পরতে হয়। সিনিয়র ম্যানেজার নীহার রঞ্জন দাস দাবি করলেন হুক লাইন অনেক কমিয়ে ফেলেছেন। তবে হুক লাইন কাটতে পুলিশ সাথে নিয়ে যেতে হয়। কল্যাণপুরে ফিডার আছে মোট সাত টি। এর মধ্যে ধলাবিল ও গামাইবাড়ি ফিডার ৩৩ কে ভির। যেগুলো দিয়ে কল্যাণপুরে বিদ্যুৎ আসে। এছাড়া আছে আমপুরা, কল্যাণপুর, কমল নগর, পশ্চিম ঘিলাতলী, হাসপাতাল ফিডার।