Site icon janatar kalam

মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় আদর্শ মানুষের পরিচয় – সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার রাজধানীর ধলেশ্বরস্থিত প্রাচ্যভারতী স্কুলে এন.এস.এস ইউনিটের উদ্যোগে একটি স্বেচ্ছায় মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোনো মানুষের বিপদে তাঁর পাশে দাঁড়ানো ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একজন আদর্শ মানুষের পরিচয় এবং সভ্যতার পারস্পরিক নির্ভরশীলতার কর্তব্যমূলক কর্মসূচিগুলির মধ্যে সম্ভবত সবচেয়ে মহৎ এবং পবিত্র কাজটি হলো মানুষের জীবন বাঁচানো। তাই এক্ষেত্রে সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কাজটি হতে পারে রক্তদান। কেননা প্রতি মুহূর্তে একবিন্দু রক্তের জন্য জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে কতশত মানুষ, এটা আমাদের কোনোভাবেই কাম্য নয়। স্বেচ্ছায় রক্তদান করার মধ্য দিয়ে আমরা অনেক মুমূর্ষু প্রাণ বাঁচাতে পারি। তাই স্বেচ্ছায় রক্তদানের বিনিময়ে একজন মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। তাছাড়া এদিন তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয়। এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য। সেই কারণে আমাদের সবাইকে উদ্যোগ নিয়ে নিয়মিতভাবে রক্তদান শিবিরের আয়োজন করতে হবে বলে অভিমত ব্যাক্ত করেন। পাশাপাশি এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত রক্তদানকারী সকল রক্তদাতাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আজকের এই মহতী রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর দেববর্মা, আগরতলা পৌর নিগমের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলার শ্রীমতি মণিমুক্তা ভট্টাচার্য্যী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উমেশ রঞ্জন চক্রবর্তী,সচিব চন্দ্রশেখর দেব, স্কুলের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপার্সন বাদল বিহারী দেবনাথ, ও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীন ত্রিপুরা এন.এস.এস ইউনিটের স্টেট অফিসার ডক্টর চিত্রজিৎ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Exit mobile version