জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আবারো গাড়ি থেকে ব্যাটারি চুরির ঘটনা সামনে এলো সোমবার। ঘটনা রাজধানীর জিবি হাসপাতাল চত্বরে। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় জিবি হাসপাতাল চত্বরে প্রতিদিনই ২, ৩ টি শববাহী গাড়ি রাখা হয় জনসেবার উদ্দেশ্যে। কিন্তু রাজধানীতে চুরির তান্ডব এতটাই বেশি যে রেহাই পেলো না শববাহী গাড়িও , জানা যায় বিশ্বজিৎ দত্ত নামে এক শববাহী গাড়ির চালক তার শববাহী গাড়ি টি দীর্ঘ সাত মাস যাবত হাসপাতালে রাখেন এবং নিত্যদিনের মত গতকালও বাড়িতে যান কর্তব্য শেষে , গতকাল রাতে উনার কাছে খবর আসে যে ক্যান্সার হাসপাতাল থেকে এক মৃতদেহ নিয়ে যাওয়া হবে বলে তারই পরিপ্রেক্ষিতে সকালে আসেন এবং এসে দেখতে পান যে তার গাড়ি থেকে ব্যাটারিটি চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। এদিন সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে গাড়ির মালিক হাসপাতাল চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পুলিশি টহলদারি নিয়ে বলেছেন যে পুলিশের নিরাপত্তা যদি থাকতো তাহলে নিত্যদিনের অটোর ব্যাটারি চুরি , দোকানপাটে লুটপাট এসব অভিযোগ করে একপ্রকার ক্ষোভ উগরে দেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতাল চত্বরে চাঞ্চল্য বিরাজ করছে।