জনতার কলম প্রতিনিধি:- পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সর্বাধিক লাভ পেতে ৫ এপ্রিলের আগে বিনিয়োগ করা উচিত লগ্নিকারীদের কেননা নতুন আর্থিক বছরে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করলে আয়করের হাত থেকে বাঁচতে পারবেন আমানতকারী। সঙ্গে তিনি পাবেন 7.1 শতাংশ সুদ। ঝুঁকিহীন বিনিয়োগের পাশাপাশি আর্থিক সুরক্ষা দেয় এই স্কিম। যারা কিস্তিতে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, তাদেরও প্রতি মাসের ৫ তারিখের আগে করা উচিত এই কাজ। তাছাড়া এই সরকারি স্কিমে যত তাড়াতাড়ি আপনি টাকা রাখবেন, তত বেশি সুবিধা পাবেন। নিয়ম অনুসারে প্রতি মাসের ১ থেকে ৫ তারিখে অ্যাকাউন্টে অর্থের ওপর সুদের হিসেব হয়। আপনি যদি ৫ তারিখের মধ্যে PPF অ্যাকাউন্টে টাকা ফেলেন, তাহলে সেই মাসের সুদ পেয়ে যাবেন এবং প্রতি বছর এই অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকা করে রাখলে ৫৫ বছরে আপনি কোটিপতি হয়ে যাবেন। মানে অবসর জীবনের ৫ বছর আগেই এই অর্থ লাভ করবেন আপনি।