Site icon janatar kalam

শুরু হল আইপিএফটির দুদিনব্যাপী রাজ্য সম্মেলন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শনিবার থেকে আগরতলা দশরথ দেব স্মৃতি ভবনে দুদিনের রাজ্য সম্মেলন শুরু করল আইপিএফটি । উপস্থিত ছিলেন সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা, দলের সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া, মঙ্গল দেববর্মা সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের উদ্বোধন করেন আইপিএফটি সভাপতি নরেন্দ্র চন্দ্র দেব বর্মা। ২০১৮ সালে নির্বাচনে আইপিএফটি গ্রাম অঞ্চলের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি তাই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ভরাডুবি হয় দলের। বর্তমানে রাজ্য আইপিএফটি দল আছে কিন্তু তার ভূমিকা নেই বললেই চলে। তাই আবার নিজেদের অস্তিত্ব জানান দিতে সম্মেলনের মধ্য দিয়ে কর্মী-সমর্থকদের কে জরো করে আবারোও উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়াস জারি রাখার পরিকল্পনা নিচ্ছেন। দুই দিনব্যাপী সম্মেলনের কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে সে বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আই পি এফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া বলেন সংঘঠন কিভাবে আরো শক্তিশালী করা যায় এবং দলকে চাঙ্গা করে তুলতে কি কি করণীয় সে বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।

Exit mobile version