Site icon janatar kalam

লক ডাউনের ফলে রাজ্যের শিক্ষা ব্যাবস্থার কি হাল রয়েছে ?

বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জনতার কলমের সাথে এক একান্ত সাক্ষাৎকারে বসেন। বৈঠকে রাজ্যের শিক্ষা ও শিক্ষকদের বিষয়ে নানান তথ্য নিয়ে আলোচনা হয়। এদিন শিক্ষামন্ত্রী টেট শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়ে জানান যে এই মুহূর্তে তা সম্ভব নয় কারন এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করোনা ভাইরাস তাই লক ডাউনের পরে এই বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করা হবে জানান। পাশাপাশি এই বছর গ্রীষ্মের ছুটি থাকছে না বলেও জানান। শিক্ষামন্ত্রী আরো জানান যেসব শিক্ষকরা নিউ প্লেস ট্রান্সফার অর্ডার পেয়েছেন তাদেরকে ২৭এপ্রিলের মধ্যে স্ট্যান্ড রিলিজ ও ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনে রিপোর্ট করার কথা জানিয়েছেন ও লক ডাউনের পরে নিয়মিতভাবে নিজেদের কাজে লেগে যাবেন বলে জানান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্থ পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হবে বলে যে গুজব রটেছিল তার খুলাশায় শিক্ষামন্ত্রী বলেন যে বোর্ড এক্সামের পরীক্ষার্থীদের ক্ষেত্রে ইটা অসম্ভব বেপার যদিও ক্লাস ভিত্তিক ক্লাস ১-৮ সবাইকে পাস করিয়ে দেবার চিন্তা ভাবনা চলছে বলে জানান। পাশাপাশি যেসব পরিক্ষা শেষ হয়েছে তার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে রাজধানীর শিক্ষক দ্বারা এই লক ডাউনের মাঝেই মূল্যায়নের বেবস্থা করা হবে বলে জানান এবং যেসব পরীক্ষাগুলি হয়নি সেগুলি লক ডাউনের পরে মধ্যশিক্ষা পর্ষদের সাথে আলোচনা করে কি করা যায় সে দিকে লক্ষ রাখবে রাজ্য সরকার বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

Exit mobile version