জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার রাজধানীর শহীদ ভগৎ সিং ইয়থ হোষ্টেলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত “স্বচ্ছতা বিষয়ক এক কর্মশালা” এবং “মাদকের অভিশাপ ও এইচআইভি/এইডস্” শীর্ষক এক সেমিনারের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন মদ্যপানের কারণে মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হওয়া সত্বেও যখন কোনো ব্যক্তি মদ্যপান চালিয়ে যেতে থাকেন তখন বলা হয় ঐ ব্যক্তিটি মদ্যপানে আসক্ত। কোনো ব্যক্তির মদ্যপানের অভ্যেস যখন সমস্যার সৃষ্টি করে তখন ঐ মদ্যপান ক্ষতিকর হয়ে ওঠে। সমস্যাগুলো হল অ্যালকোহল পয়জনিং, লিভার সিরোসিস, কাজে অক্ষমতা, হিংসা ও ভাংচুর প্রবণতার মত বহু প্রকারের শারীরিক, মানসিক ও আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। এদিনের অনুষ্ঠানে আমার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী,অধিকর্তা সুবিকাশ চাকমা, ত্রিপুরা স্টেট এন.এস.এস অফিসার চিত্রজিৎ ভৌমিক,দপ্তরের যুগ্ম-অধিকর্তা পাইমং মগ,উপ-অধিকর্তা বনজিৎ বাগচী ও বিপ্লব দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত এন.এস.এস-স্বেচ্ছাসেবকেরা।