Site icon janatar kalam

মৎস জীবিকানির্ভর ব্যক্তিদের মাধ্যমে অর্থনীতিতে বড় মাত্রায় প্রভাব পড়ছে – মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এক দিবসীয় বায়োফ্লক মৎস চাষ কর্মশালা ও মুখ্যমন্ত্রী নিবিড় মৎস চাষ প্রকল্প সূচনা অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের সমস্ত স্তরের মৎস জীবিকানির্ভর ব্যক্তিদের চিহ্নিতকরণ দ্বারা আর্থিক সহায়তাসহ বিভিন্ন সরলীকরণের মাধ্যমে সমস্ত স্তরের প্রকৃত উদ্যোগীদের কাছে সফল বন্টিত হচ্ছে l বর্তমানে মৎস জীবিকানির্ভর ব্যক্তিদের মাধ্যমে অর্থনীতিতে বড় মাত্রায় প্রভাব পড়ছে ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের আত্মসম্মান সুনিশ্চিত হয়েছে বলে। তাছাড়া এদিন তিনি আরো বলেন স্বল্প সময়ের ব্যবধানে তুলনামূলক অধিক উপার্জনের পাশাপাশি রাজ্যের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রয়েছে মৎস ক্ষেত্রেরl বর্তমানে সঠিক ব্যবস্থাপনায় বায়োফ্লক-সহ বিজ্ঞান সম্মত উদ্ভাবনী পন্থায় এই পেশার প্রতি আগ্রহের ঊর্ধমুখীতায় প্রতি কেজি মৎস গ্রহণ ও উৎপাদনেও এসেছে বৃদ্ধি। যা অর্থনৈতিক স্থিতিগত উন্নতির অন্যতম নির্ণায়ক। এদিনের অনুষ্ঠানে মৎস চাষের সাথে জড়িত মৎস্যজীবীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version