Site icon janatar kalam

আমার কৃষ্টি সংস্কৃতি রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব- প্রনজিৎ সিংহ রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ফেস্টিভাল অফ ইন্ডিয়ান ক্লাসিক মিউজিক এন্ড ডান্স বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় ও কারা মন্ত্রী রামপ্রসাদ পাল কৃষিমন্ত্রী প্রানজিত সিংহ রায়সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী প্রনজিত সিংহ রায় ও মন্ত্রী রামপ্রসাদ পাল। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমার নিজের সংস্কৃতি আমার কৃষ্টি সংস্কৃতি আমাদের রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব এবং ভারতবর্ষের এই যে সমস্ত দেশকে ঐক্যবদ্ধ এক অদ্বিতীয় আমরা ভারতীয়। এই মহান লক্ষ্যকে যদি একত্রিত করে রাখা যায় তবে ভারত সর্বশেষ্ঠ ভারতে পরিণত হবে। এদিনের অনুষ্ঠানে ফেস্টিভাল অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এন্ড ডান্স এর সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version