জনতার কলম ত্রিপুরা কল্যানপুর প্রতিনিধিঃ- দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো অন্যতম দিশা আত্মনির্ভর ত্রিপুরা বা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। তাতে সায় দিচ্ছে দেশের কেন্দ্রীয় সরকার ও। শনিবার কল্যাণপুরের পাঁচজন বেকার যুবককে সরকারি সহায়তায় পাঁচটি অটো গাড়ি প্রদান করা হলো, যাতে এই পাঁচজন বেকার অটো চালিয়ে আয় উপার্জন করে নিজের সংসার প্রতিপালন করতে পারেন। শনিবার কল্যাণপুরের দাওছড়া বাজার নাট মন্দিরে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে স্থায়ী বসবাসকারী এমন যুবকদের হাতে অটো গাড়ির চাবি তুলে দেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অন্যদের মধ্যে ছিলেন কল্যাণপুর মৎস্য দপ্তর আধিকারিক এবং ব্লক চেয়ারপার্সন সোমেন গোপ, জীবন দেবনাথ সহ অন্যান্যরা। মূলত রাজ্য সরকার এবং মৎস্য দপ্তরের যৌথ প্রচেষ্টায় এই গাড়ি প্রদান করা হয়। বিধায়ক এক সাক্ষাৎকারে জানান এই গাড়ির মূল্য রয়েছে বাজারে দুই লক্ষ আশি হাজার টাকা। তারমধ্যে সরকার ১ লক্ষ ২০ হাজার টাকা সাবসিডিতে দেবে। আর বাকি টাকাটা বেকার যুবকরা মাসে মাসে ইনকাম করে দেবে সরকারকে। বেকারদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এমন প্রয়াস। যা কিনা আগামী দিনে জারি থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।