Site icon janatar kalam

প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দত্তের মৃত্যুতে শোক প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- চলে গেলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। ওনার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য নেতৃত্বরা। বলা চলে খোয়াইয়ের প্রাক্তন বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকারের প্রয়াণের পর উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ দত্ত। জয়ীও হয়েছিলেন ।প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দত্ত পরে বিজেপিতে যোগদান করেন 18 বিধানসভা নির্বাচনের আগে । বর্তমানে প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দত্ত অসুস্থতার কারনে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার ও খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস। কিন্তু তারপরেই তিনি ইহলোকের মায়া মমতা ত্যাগ করে গমন করেন পরলোকে। ওনার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

Exit mobile version