Site icon janatar kalam

তামাক থেকে পরিত্রানের উপায় “সচেতনতা “

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার জাতীয় স্বাস্থ্য মিশন থেকে একদিনের রাজ্য ভিত্তিক তামাক জাতীয় দ্রব্যর উপরে সেমিনারের আয়োজন করা হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। উপস্থিত ছিলেন ডাক্তার কমল রিয়াং সদস্য সচিব, স্টেট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এবং ডাক্তার সুপ্রিয় মল্লিক স্টেট প্রোগ্রাম অফিসার স্বাস্থ্য দপ্তর সহ আরো অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে ডাক্তার কমল রিয়াং বলেন বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল তামাক সেবন বন্ধ করানো। কেননা এর ফলে ক্যান্সার , হৃদপিন্ডজনিত বহু রোগের সূত্রপাত হয় এবং এক্ষেত্রে পিছিয়ে আমাদের রাজ্য ত্রিপুরাও কেননা তামাক জাতীয় দ্রব্য সেবনের ক্ষেত্রে ত্রিপুরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে তুলনায় শীর্ষের ১০টির মধ্যে ১টি। তাছাড়া এদিন তিনি আর ও জানান আমাদের রাজ্যে তামাকজনিত ক্যান্সার , হৃদপিণ্ডজনিত রোগের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এবং এর থেকে পরিত্রানের উপায় হল একমাত্র সচেতনতা , সুতরাং রাজ্যের স্বাস্থ্য থেকে শুরু করে সাধারণ জনগণ যদি এ বিষয়ে সচেতন না হয় তাহলে আগামীদিনে এই সমস্ত রোগের সংখ্যা বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যাক্ত করেন।

Exit mobile version