জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ও কেন্দ্রীয় সরকারের আর্থিক আনুকূল্যে মজলিশপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আজ ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের শচীন্দ্র নগর উচ্চ বিদ্যালয়ে ৫ (পাঁচ) কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের “সিন্থেটিক ফুটবল টার্ফ” নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন খুব শীঘ্রই এখানে বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ নির্মাণের কাজ শুরু হবে। এই কৃত্রিম সিন্থেটিক ফুটবল টার্ফটিতে আসল ঘাসের মতো জল দেওয়ার কোনও দরকার নেই। এমনকি দীর্ঘমেয়াদী গরম আবহাওয়াতে এটি জল ছাড়াই সবুজ থাকবে। সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং সুরক্ষিত এই সিন্থেটিক ফুটবল টার্ফটিতে ফুটবলাররা সারা বছর ফুটবলের অনুশীলন করতে পারবেন এবং স্থানীয় ক্রীড়ামোদিরা ভালো ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন। তাছাড়া আজ বিশ্বমানের “সিন্থেটিক ফুটবল টার্ফ” মাঠের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অন্তরা সরকার দেব, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা শ্রী সুবিকাশ দেববর্মা, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন শ্রী রতন কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্ৰীমতি মঞ্জু রানী দাস,ভাইস চেয়ারপার্সন শ্রী প্রীতম দেবনাথ,বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌরাঙ্গ ভৌমিক,যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম-অধিকর্তা পাইমং মগ,উপ-অধিকর্তা বনজিৎ বাগচী,শিমল দাস,বিপ্লব দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা॥