Site icon janatar kalam

রাজ্যের এন সি সির তিনটি ইউনিটই ভাল কাজ করছে – ডি জি গুড়বীর পাল সিং

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরায় দুদিনের সফরে আসলেন এন সি সির ডি জি গুড়বীর পাল সিং। বুধবার তিনি এক সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি সাংবাদিকদের মুখুমুখি হয়ে বলেন রাজ্যে তিনটি এন সি সি ইউনিট রয়েছে। আজ রাজ্যের শিক্ষামন্ত্রী সাথে রাজ্যে এন সি সি ট্রেনিং ইনফাস্ট্রাকচার এবং সুবিধা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে বলে জানান এবং এন সি সির তিনটি ইউনিটই ভাল কাজ করছেন বলে জানান , তাছাড়া আজকের তারিখে ত্রিপুরার স্ট্রেন্থ ৬০০০ যার মধ্যে ২৫০০ হল গার্লস ক্যাডেট এবং এই সংখ্যাটা বাড়ানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তুরে তিনি জানান কিছুদিন পূর্বে বর্ডার ক্রসিং এক্সপেনশনে এটির জন্য এডিশনাল ভেকেন্সি দেওয়া হয়েছিল এবং এটির মধ্যে সংখ্যাটা বেড়েছে আরো যদি বাড়ানোর কথা বলে তাহলে এই বিষিয়ে তিনি ভাববেন বলে জানান এবং সরকারের পক্ষ থেকে একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে এন সি সি নিয়ে গুরুত্বপূর্ণ খবরাখবর প্রদানের জন্য যখনই কমিটির পক্ষ থেকে কোন ধরণের নির্দেশ আসবে তখন এ বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে বলে জানান।

Exit mobile version