জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার বিভিন্ন চা বাগিচার সঙ্গে যুক্ত শ্রমদানকারীদের সঙ্গে মত বিনিময় করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়া মুখ্যমন্ত্রী ছাড়া এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিপুল সম্ভাবনাময় ত্রিপুরায় উৎপাদিত চা-শিল্পের বিকাশে সময়োপযোগী যথার্থ প্রচার ও প্রসারের প্রশ্নে অবহেলিত ক্ষেত্রটি, বর্তমানে গৃহীত গুচ্ছ পরিকল্পনার ফলশ্রুতিতে ত্রিপুরার ব্র্যান্ড হিসেবে সম্মানজক পরিচিতি দ্বারা বাণিজ্যিক বিপননের নানা দিক বিকশিত হয়েছে l গুনগতমান নিয়ে স্ব-গৌরবে ত্রিপুরার উৎপাদিত চায়ের পরিচিতি দ্বারা এর কদর ও চাহিদার উর্দ্ধমুখীতার ফলে দামও বেড়েছে l সমবায় সংস্থা দ্বারা পরিচালনা সহ অন্যান্য ইতিবাচক উদ্যোগ দ্বারা দীর্ঘ সময় যাবৎ অব্যবহারযোগ্য ও অলাভজনক বাগিচাগুলিকে পুনরুউজ্জীবিত করার পরিকল্পনা গৃহীত হয়েছে বলে জানান। তাছাড়া এদিন তিনি আরো বলেন চা শিল্পের বিকাশ ও এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থ সামাজিক জীবনমান বিকাশের গতিকে আরও বেগবান করবে “মুখ্যমন্ত্রী চা শিল্প কল্যাণ প্রকল্প”l সুদীর্ঘ দাবির প্রতি যথার্থ সম্মাননা স্বরূপ, পারিশ্রমিক বাড়িয়ে ১৭৬ টাকা করার উদ্যোগ সহ রাজ্যের প্রায় ৫৪ টি চা বাগানের পরিচালন ব্যবস্থার নানান প্রতিবন্ধকতা থেকে পরিত্রানকল্পে, উৎপাদন বৃদ্ধি ও রুগ্নপ্রায় এই শিল্পের উন্মেষে বিবিধ পরিকল্পনার ফলে সমৃদ্ধির পথে মাথা তুলে দাঁড়িয়েছে এক সময়ে উপেক্ষিত এই শিল্পl সম্প্রসারিত গুচ্ছ সুযোগের সহায়তায় টিসিএস সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করছেন তাঁদের সন্তানরাl