janatar kalam Home রাজ্য মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন বরাদ্দ করায় কল্যাণপুরে ধন্যবাদ রেলি
রাজ্য

মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন বরাদ্দ করায় কল্যাণপুরে ধন্যবাদ রেলি

জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধি : – মহিলাদের দৃপ্ত পদচারণায় প্রকম্পিত কল্যাণপুর। ইতিমধ্যে রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহিলা ক্ষমতায়নে সরকারী চাকুরীতে ৩৩ শতাংশ সংরক্ষন এবং একগুচ্ছ ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করায় আজ অর্থাৎ সোমবার বিকেলে মহিলা মোর্চা কল্যাণপুর মণ্ডল কমিটির উদ্যোগে ধন্যবাদ রেলি কল্যাণপুর এর বিভিন্ন পথ পরিক্রমা করে। কল্যাণপুর থেকে মহিলাদের রেলি শুরু হয়। শুরু হয় পূর্ব বাজার মধ্যবাজার ব্লক রোড নেতাজি ক্লাব রোড হয়ে আরো বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে আবার মোটরস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে মহিলারা এই মিছিলে শামিল হন। মিছিলে পা মেলান এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিজেপি নেতৃত্ব জীবন দেবনাথ সোমেন গোপ মহিলা মোর্চার কল্যাণপুর মন্ডল সভানেত্রী মীরা শীল সহ অন্যান্যরা। বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। গত কয়েকদিন পূর্বে আস্তাবল ময়দানে দেশে গৃহ মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন যে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণ করা হয়েছে। তাই সারা রাজ্যেই ধন্যবাদ জানিয়ে মহিলা মোর্চার উদ্যোগে মিছিল রেলি হচ্ছে। তাই এদিন কল্যাণপুরে ও সংঘটিত হলো। মহিলাদের সশক্তিকরণ করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার গুরুত্ব ভাবে কাজ করছে।

Exit mobile version