জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানীর বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ের এন এস এস শিবিরের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার, তাছাড়া এই সমাপ্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে মেধা অন্বেষার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এদিনের অনুষ্ঠানে মেয়র সংবাদমাধ্যমকে জানান একটি গাছ একটি প্রাণ, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছের ভূমিকা অপরিসীম, এবং সাত দিনব্যাপী আয়োজিত শিবিরে যেসব ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছেন ও সেখান আলোচিত বিভিন্ন বিষয়কে যারা গুরুত্বসহকারে গ্রহণ করবেন তারা সমাজকল্যাণে, ব্যক্তিস্বার্থে, কিংবা দেশের স্বার্থে উনারা নিজেদের অভিজ্ঞতা কে কাজে লাগাবেন বলে অভিমত ব্যক্ত করেন।