2024-12-19
agartala,tripura
রাজ্য

নানা স্থানে প্রজাতন্ত্র দিবসে আইনমন্ত্রী

প্রজাতন্ত্র দিবসের মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন আইনমন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন মহাকরনের আধিকারিক সহ কর্মচারীরা। এখান থেকে শ্রী নাথ সুজা চলে আসেন রাজধানীর পোস্টঅফিস চৌমহনীস্থিত শহিদ মিনারের সামনে এখানে শহিদ মিনারে ফুল ও মাল্য দেন করেন এবং শ্রদ্যার্ঘ নিবেদন করেন পরে রাজ্য পুলিশের পক্ষ্য থেকে কুচকাওয়াজ প্রর্দশন করানো হয় এই অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী চলে যান গান্ধীঘাট স্থিত গান্ধী সমাধি স্থলে এখানেও জাতীয় পতাকা উত্তোলন করেন রতন লাল নাথ । পুষ্পার্ঘ অর্পণ করেন গান্ধীসমাধি স্থলে পরে অনুষষ্ঠিত হয় এক ভজন অনুষ্ঠান ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service