জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার আগরতলায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নারী জমায়েত অনুষ্ঠিত হয়। এই জমায়েতকে কেন্দ্র করে রাজধানীর রাজপথে মিছিল সংঘটিত করা হয় এদিনের মিছিল থেকে নারীনেত্রী ঝর্না দাস বৈদ্য জানান গতকাল ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে রাজ্যের নানা প্রান্তে আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে সংগঠনের কর্মী সমর্থকদের দ্বাড়া কিন্তু রাজধানী আগরতলায় অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি থাকার ফলে গতকাল এই দিনটিকে উদযাপন করা হয়নি, তাই আজ আন্তর্জাতিক নারী দিবস কে স্মরণ করে এই কর্মসূচির আয়োজন বলে জানান। এদিনের নারীদের মিছিল ও সভা সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।