Site icon janatar kalam

গতকালের অমিত শাহের সমাবেশ ফ্লপ আয়োজিত যোগদান সভায় মন্তব্য সুদীপ রায় বর্মনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার প্রদেশ কংগ্রেস কার্যালয় এক সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, আশীষ সাহা, গোপাল চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃত্বরা। এই দিন সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে গতকালের শাসক বিজেপি জনসমাবেশকে রাজ্যের রাজনীতির ইতিহাসে সবচাইতে ফ্লপ সমাবেশ বলে আখ্যায়িত করেন কেননা এই সমাবেশে জনসমাগমের সংখ্যা 8, 9 হাজারের বেশি হবে না বলে অভিমত ব্যক্ত করেন, দেখা গিয়েছে রাজ্যের নানা প্রান্ত থেকে আসা গাড়ি গুলি সিট ক্যাপাসিটি অনুযায়ী যাত্রী নিয়ে আসতে পারিনি, তাই বলা চলে গতকালের জনসভা একদমই ব্যর্থতম সভা বলে। তাছাড়া সুদীপ রায় বর্মন আরো বলেন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ যারাই বক্তব্য রেখেছেন জনসভায় তাদের কেউই এডিসি নিয়ে কোন মন্তব্য করেননি এবং এডিসি ডাইরেক ফান্ডিং, 62 আমেন্ডমেন্ট, ককবরক ভাষা, অষ্টম তপশিলী অন্তর্ভুক্ত করা কোন বিষয়েই কেউ একটি শব্দও উচ্চারণ করেননি এবং আইপিএফটি রাজ্য সরকারের জোট শরিক কিন্তু গতকালের সমাবেশে তাদেরকে দেখা যায়নি তাহলে কি বিজেপি একাই সরকার গড়েছে এই প্রশ্ন ছুড়ে দিয়ে আইপিএফটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন তিনি। পাশাপাশি সরকারি কর্মচারীদের এখনো 28% ডিএ পেন্ডিং রয়েছে তা না দিয়ে সরকার আবার পেয়ে স্ট্রাকচার বানিয়েছে এমনিতে সরকারি কর্মচারীরা এবং পেনশন ভোগীরা কোন প্রকার লভ্যাংশ পাচ্ছেন না, এদিন সুদীপ বর্মন গতকালের সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে যে কথাটা বলেছিলেন “2023 এ আরেকবার সুযোগ দেওয়ার জন্য এবার আবার যদি ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয় রাজ্যে তাহলে ত্রিপুরাকে ভারতবর্ষে প্রথম রাজ্য বানাবেন বলে প্রতিশ্রুতি দেন” উনার এই বক্তব্যকে কটাক্ষ করে সুদীপ রায় বর্মন বলেন উত্তরপ্রদেশ নির্বাচনী প্রচার এবং পশ্চিমবাংলার নির্বাচনী প্রচারে গিয়েও একই কথা বলেছেন তিনি, উনি কটা রাজ্যকে প্রথম স্থান দেবেন বলে মন্তব্য করেন এবং ভারতীয় জনতা পার্টি সদস্যদের এবং নেতৃত্বদের কোথায় জনসাধারণ এখন বিশ্বাস করেন না বলেও অভিমত ব্যক্ত করলেন।

Exit mobile version