জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগরতলা, বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভা শেষে বিকালে সাব্রুম শহর সংলগ্ন সীমান্তের কাঁটাতার বেড়ার কাজ কতটুকু হয়েছে তা সরোজমিনে দেখার জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত সাহা, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য প্রভারি বিনোদ শংকর , বিএসএফের ডিজি,আইজি সহ আরো উন্নয়ন আধিকারিকরা সাব্রুম কাঁঠালছড়ি 96-BN. ব্যাটালিয়নের 2216/5 নাম্বার পিলারে সরোজমিনে পরিদর্শনে যান। জানা গিয়েছে যে সাব্রুম সীমান্ত দিয়ে এখনো পর্যন্ত যে সমস্ত জায়গাতে কাঁটাতারে কাজ সম্পন্ন হয়নি তা অতিসত্বর সম্পূর্ণ করার জন্য আধিকারিকদের জানিয়ে দেন বলে ।
