Site icon janatar kalam

শিশুদের নিয়ে বাল্যবিবাহ প্রসঙ্গে সচেতনতা শিবির করল TCPCR

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এর উদ্যোগে আজ থেকে মোট 24 টি স্কুলে ,বাল্য বিবাহ এবং শিশুদের বিভিন্ন বিষয়ে রাজ্যের আটটি জেলাতে সচেতনতা শিবির করা হবে। তাঁরই অঙ্গ হিসেবে বক্সনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সচেতনতা শিবির । কেননা বাল্যবিবাহ হল অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ। আইনত বিয়ের বয়স ১৮ বৎসর, বিশেষত মেয়েদের ক্ষেত্রে। কিন্তু বিশেষ ক্ষেত্রে অভিবাবকের অনুমতি সাপেক্ষে এই বয়সের আগেও বিয়ের অনুমতি দেয়া হয়। যদিও আইন অনুযায়ী বিয়ের বয়স ১৮ বৎসর, তারপরও কিছু কিছু দেশের নিজস্ব প্রথাকেই আইনের চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।বাল্যবিবাহে মেয়ে এবং ছেলে উভয়ের উপরই প্রভাব পড়ে। তবে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত নিম্ন আর্থসামাজিক পরিস্থিতির কারণে। বেশিরভাগ বাল্যবিবাহে দুজনের মধ্যে শুধু একজন অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে। বিশেষত মেয়েরাই বাল্যবিবাহের শিকার বেশি হয়। এদিনের অনুষ্ঠানে শিশু কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী ও দপ্তরের আধিকারিকগন, অফিশিয়াল স্টাফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দ দেববর্মা ও ডি ই ও শ্রী হাবুল লোধসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। তাছাড়া এদিন অনুষ্ঠান শেষে TCPCR এর নির্দেশ অনুসারে “SWACHHATA PAKHWADA” অনুষ্ঠান কলসিমুরা বিদ্যালয়ে করা হয়। এদিনের অনুষ্ঠান টি কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Exit mobile version