জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আর এই দিনকে কেন্দ্র করে প্রথমবারের মতো বিদ্যালয় শিক্ষা দপ্তর এর পক্ষ থেকে তিন দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলার মহারানি তুলসিবাতি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে ম্যারাথন তৈরি করা হয়। রেলীতে মহিলারা আগরতলা রাজপথে দৌড়ে অংশগ্রহণ করেন, তার মধ্যে মহিলা পুলিশ স্পোর্টস, সংবাদ জগতের মহিলারা অংশগ্রহণ করেন। এদিন শিক্ষা দপ্তর আধিকারিক চাঁদনী চন্দ্রন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই দৌড়ে বিভিন্ন স্তরের মহিলারা অংশগ্রহণ করেন এবং এই দলের মধ্য দিয়ে স্বাস্থ্যের প্রতি সচেতন ও তার বার্তা দেওয়ার আহ্বান রাখেন তিনি।
