জনতার কলম ত্রিপুরা, কল্যাণপুর প্রতিনিধি :-
এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক উদ্বোধন করেন কৈলাশহর রামকৃষ্ণ মিশনের মহারাজ গিরিজা নন্দ জি মহারাজ। কল্যাণপুর রামকৃষ্ণ আশ্রমের ভক্তবৃন্দরা নিজেদের টাকায় এই বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক তৈরি করেন। প্রায় চার লক্ষ দশ হাজার টাকা ব্যয় হয়। রবিবার সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল ধর্ম সম্মেলন। ছিল গণসঙ্গীত পরিবেশন আলোচনা আরো বিভিন্ন কিছু। বিশেষ করে বিশ্ব বিখ্যাত স্বামী বিবেকানন্দের যে আদর্শ আদর্শ সবাইকে অনুপ্রাণিত করা এবং স্বামীজীর আদর্শকে সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে এই ধর্ম সম্মেলন এর কাজ। এদিন কল্যাণপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবানো রাগী সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার দশটা নাগাদ ।এ দিন প্রথমেই রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে পানীয় জলের ট্যাঙ্ক শুভ উদ্বোধন করেন মহারাজ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। স্বাগত ভাষণ রাখেন নারায়ন দাস ।শুরু হয় বিভিন্ন সংগীত রামকৃষ্ণের কথামৃত পাঠ করেন প্রণবেশ ভট্টাচার্য। আলোচনা করেন মনমোহন সারদা মায়ের কথা পাঠ। শেষে ধর্ম প্রসঙ্গ নিয়ে সম্মেলনে আলোচনা করেন স্বামী বিরজানন্দজি মহারাজ মন্দির প্রাঙ্গণে এক উৎসবের মেজাজে সম্মেলন সমাপ্ত হয়। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে ভক্তদের মধ্যে। কল্যাণপুর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে রামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিতরা অংশগ্রহণ করেন দলে দলে। এ এক অন্যরকম ভিন্নধর্মী অনুষ্ঠান। দেখা যায় শৃঙ্খলাপরায়ণ সবার মধ্যে। গণসঙ্গীতের আবেগে সবাই আপ্লুত হয়ে পড়েন সবাই। শেষে কল্যাণপুর রামকৃষ্ণ আশ্রম এর সভাপতি চন্দন মজুমদার জানান প্রতি বছরের ন্যায় এ বছরও ধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আশ্রম এর সদস্য সুলেখা সেনগুপ্ত উনার স্বামীর প্রয়াণে স্মৃতিতে উনি এই জলের ট্যাংক তৈরি করে দিয়েছেন। খুশি আমরা সবাই। জগতের শিক্ষার জন্য এমন ভক্ত সম্মেলন অত্যন্ত জরুরী। প্রত্যেক বছর হয়ে থাকে। ভক্ত সম্মেলনে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা এবং স্বামীজীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।