জনতার কলম ত্রিপুরা, কল্যাণপুর প্রতিনিধি :-কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে রবিবার দুপুরে বি এম এস এর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতীয় মজদুর সংঘ কল্যাণপুর শাখার চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন করেন যৌথভাবে রাজীব সরকার এবং অমর দাস। প্রায় চারশত পরিবহন শ্রমিক অংশ নেয় এই সম্মেলনে। এরপর লোটাস কমিউনিটি হলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন বিজেপি কল্যাণপুর মন্ডল সভাপতি জীবন দেবনাথ। ভারতমাতা এবং বিশ্বকর্মার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সম্মেলনে আগত অতিথি বৃন্দরা। সম্মেলনে বিনয় দেবরায় কে সভাপতি করে আলোচনা করেন বিএমএস খোয়াই জেলা কমিটির নেতৃত্ব গৌতম দেব রায়; বিধায়ক পিনাকি দাস চৌধুরী; বিজেপি কল্যাণপুর মন্ডল সভাপতি জীবন দেবনাথ; বিএমএস রাজ্য কমিটির সদস্য গোপেন্দ্র দেবনাথ; কল্যাণপুর ব্লকের চেয়ারম্যান সৌমেন গোপ। মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ণেন্দু ভট্টাচার্য চিত্ত দেবনাথ জলি বর্মন সহ অন্যান্য জনেরা। শেষে ১০ জনের নতুন কমিটি গঠিত হয় এক বছরের জন্য। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দরা। সংগঠনের পতাকা তলে নতুন নতুন লোকদের জরো করতে হবে সংগঠনের স্বার্থে। পাশাপাশি সংগঠনকে আরো মজবুত করা আরো সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এদিনের এই সন্ধানে আলোচনা করেন নেতৃবৃন্দরা। শ্রমিকরাও আলোচনায় অংশ নেন। বাসনে বিএমএস খোয়াই জেলা কমিটির নেতৃত্ব গৌতম দেব রায় বলেন, বি এম এস এমন একটি সংগঠন যারা সাধারণ মানুষদের যাত্রী পরিষেবা দিতে দিনরাত ব্যস্ত থাকে বিএম এসের কর্মীরা। শ্রমিকদের আরও বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।