Site icon janatar kalam

বাহারুল ইসলাম মজুমদারের শারীরিক অবস্থার খবর নিতে জিবিতে যান মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার শারীরিক অসুস্থতা নিয়ে জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন। উনি এমনিতেই ক্যান্সারের পেশেন্ট তার মধ্যে উনি আবার করোনাই আক্রান্ত হয়েছিলেন এবং বহি রাজ্যে চিকিৎসাধীন ছিলেন জানা যায়। তিনি জিবি হাসপাতালের আই সি ইউতে ভর্তি রয়েছেন এবং আজ উনার স্বাস্থ্যের খোঁজখবর নিতে জিবি হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বলেন জিবি হাসপাতালে যা যা চিকিৎসা ব্যবস্থা রয়েছে উনার প্রয়োজনমতো পরিষেবা দেওয়ার লক্ষে চিকিৎসকরা এক জোট হয়ে কাজ করছেন বলে ও এদিন মুখ্যমন্ত্রী ঈশ্বরের কাছে উনার দ্রুত আরোগ্য কামনা করেন বলে অভিমত ব্যাক্ত করেন।

Exit mobile version