জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি:- আবারো সমাজ সেবায় এক অনন্য নজির গড়ল ভারতীয় সেনার জওয়ানরা। আর এমনই এক দৃষ্টান্ত স্থাপন করল রবিবার মুঙ্গিয়াকামিস্থিত CRPF -এর ৭১ নাম্বার ব্যাটালিয়ানের ক্যাম্পের আধা সামরিক বাহিনীর জওয়ানরা। সংবাদে প্রকাশ, CRPF -এর ৭১ নাম্বার ব্যাটালিয়ান নিজ উদ্যোগে CIVIC ACTION PROGRAMME 2021–2022 -এর আওতায় মুঙ্গিয়াকামি স্থিত ৩৭ মাইল এলাকায় এবং চাকমাঘাট তুইমধু বাজারে জনস্বার্থে দুটি মার্কেট স্টল নির্মাণ করে দেয়। রবিবার রবিবার এক সাড়া জাগানো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মার্কেট স্টলের ফিতা কেটে উদ্বোধন হয় CRPF এবং Tripura Police -এর আধিকারিকদের উপস্থিতিতে স্থানীয় এলাকার প্রবীণ ব্যক্তিত্বদের হাত ধরে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট রাম পলট, ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ডেট বিরাট কুমার সিং, SSO গৌতম দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনার চরণ জমাতিয়া সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক গন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে CRPF জওয়ানরা স্থানীয় প্রবীণ ব্যক্তিত্বদের হাত দিয়ে ফিতা কেটে উদ্বোধন করায় মার্কেট স্টলের।এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডেট বিরাট কুমার সিং ব্যাটেলিয়নের বিভিন্ন সামাজিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, তার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে CRPF -এর সঙ্গে স্থানীয় জনগণের সুসম্পর্ক তৈরি করার বার্তা রাখেন এবং তিনি আরও বলেন আগামী দিনে দেশ রক্ষার পাশাপাশি জনগণের স্বার্থে বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও সর্বদা তৎপর থাকবে বলে, তিনি অভিমত ব্যক্ত করেন। CRPF -এর উদ্যোগে জনস্বার্থে এই মার্কেট স্টল নির্মাণ -কে কেন্দ্র করে গোটা মহাকুমার বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে শুরু করে সাধারণ জনগণ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায়।।