জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- হাইকোর্টের আদেশে আরো একটি বঞ্চনার অবসান হলো। এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এডভোকেট প্রশান্ত কর বলেন শিক্ষা দপ্তরের অধীনে ১৭ বৎসর ডিয়ার ডব্লিউ হিসেবে কাজ করা কমলপুর নিবাসী প্রদীপ দাস গ্রুপ ডি পদে কর্মরত অবস্থায় মারা যাওয়ার পর তার পুত্র পরিতোষ দাস ডায়েন হার্নেস স্কীমে চাকরি পাওয়ার প্রার্থনা করলে বিভিন্ন অজুহাতে শিক্ষা দপ্তর থেকে পরিতোষ দাস কে ফিরিয়ে দেওয়া হয়। তারপর পরিতোষ দাস ন্যার্য পাওনার দাবিতে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন এবং কোর্ট প্রদীপ দাসের ছেলে নিজ পৈতৃক বাড়ি থেকে দূরে থাকেন কিনা সে বিষয়ে আইজীবীর কাছে জানতে চাইলে আইনজীবী সঠিক তদন্ত না দিতে পারলে মামলার রায় পরিতোষ দাসের পক্ষে যায় এবং তাকে ২ মাসের মধ্যে চাকরি প্রদান করার আদেশ দেয় মাননীয় কোর্ট বলে জানান তিনি।