Site icon janatar kalam

কল্যাণপুরের উপজাতির জনপদে বাড়ি বাড়ি গেল পানিয় জল

জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধি :-
কল্যাণপুরের উপজাতি জনপদে বাড়ি বাড়ি গেল পানীয় জল। এতে করে খুশি উপজাতী অংশের মানুষ। কেননা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা বাড়ি বাড়ি চাই পানীয় জল। অবশেষে কল্যাণপুর এলাকার বিধায়কের চেষ্টায় উপজাতিরা পেল পানীয় জল।শুক্রবার কল্যাণপুরের দুর্গাপুর পঞ্চায়েতের মুক্তাচন্দ্র পাড়ায় একটি পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। জল জীবন মিশনের অন্তর্গত এই প্রকল্পটি নির্মাণ করতে ব্যয় হয় ৫৬ লাখ টাকা। উদ্বোধনে বিধায়ক ছাড়াও ছিলেন দপ্তরের আধিকারিক পার্থ সারথি পাল, ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা প্রমুখ। এই প্রকল্পের উদ্বোধনের ফলে উপকৃত হবে প্রায় ৮৭ টি জনজাতি পরিবার। বিধায়ক পিনাকী দাস চৌধুরী তার বক্তব্যে বলেন বর্তমান বিজেপি সরকার আগামী 2022 সালের মধ্যে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। এরই অঙ্গ হিসাবে শুক্রবার জনজাতি অধ্যুষিত মুক্তাচন্দ্র পাড়াতে পানীয় জলের সংযোগ দেওয়া হলো। তিনি জানান বর্তমানে ৮৭ টির মতো সংযোগ দেওয়া হলেও যেহেতু বাড়ি গুলো বেশ দূরে দূরে তাই ক্রমান্বয়ে সেই সংযোগ বৃদ্ধি করাও হবে।

Exit mobile version